আসছে চ্যাম্পিয়নস ট্রফিতে শুধু ভারতকে হারানো নয়, পাকিস্তানের টার্গেট মর্যাদাপূর্ণ এ টুর্নামেন্টের শিরোপা জয়ও। বললেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক।
তার বরাত দিয়ে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন জানায়, আমরা শুধু ভারতকে হারাতে ইংল্যান্ড যাচ্ছি না। আমাদের মূল লক্ষ্য টুর্নামেন্টের শিরোপা জয় করা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী ও প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ৩ ম্যাচ খেলেছে পাকিস্তান। এর দু’টিতেই জিতেছে ইনজামামের দল, হার একটিতে। এটিই তাকে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে। তিনি বলেন, ওই ম্যাচে আমরাই ফেবারিট। এবারো ভারতকে হারাবো আমরা। এটি জোর দিয়েই বলা যায়।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০১৭ মাঠে গড়াবে ১ জুন। আর ৪ জুন এজবাস্টনে হবে ভারত-পাকিস্তান মহারণ। এ মাঠেই ২০০৪ আসরের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৩ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তোলে পাকিস্তান। ওই আসরে দলের অধিনায়ক ছিলেন ইনজামাম-উল-হক। সেই স্মৃতি মনে করে তিনি বলেন, ভারতকে হারানোর মতো সবরকম সামর্থ্য পাকিস্তান এ দলটির আছে। আমরা আবারো পারবো।
তবে শুধু এ ম্যাচকেই গুরুত্ব দিচ্ছে না পাকিস্তান। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে শিরোপা বগলদাবা করতে চাই তারা।
পিসিবির প্রধান নির্বাচক আরো জানান, পাকিস্তান বিশেষ কোনো ম্যাচের প্রতি নজর দিচ্ছে না। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের প্রতিই আমাদের মনোযোগ রয়েছে। আমরা সব ম্যাচ জেতার জন্য কঠোর পরিশ্রম করছি। আশা করি, সবকিছুই ঠিকঠাক হবে।
এবার পাকিস্তান দলকে নেতৃত্ব দিচ্ছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। তার প্রতিও অগাধ আস্থা পাকিস্তান সাবেক অধিনায়কের। ইনজামাম বলেন, সে অনেক মেধাবী ও বিচক্ষণ ক্রিকেটার। দলকে নেতৃত্ব দেয়ার সব গুণাবলি তার রয়েছে। আশা করি, এমন একজনের নেতৃত্বে দুর্দান্তই করবে পাকিস্তান।
ডিএইচ